নুরুল কবির বান্দরবান থেকে
ভোট আসে, ভোট যায়, পালা বদল হয় সরকারের। কিন্তু এক টানা তিনদশকের বেশি সময় ধরে সব নির্বাচনী মাঠে জয়ের পাল্লা ভারী তাঁর। হারেননি কখনো। নব্বই দশক থেকে বান্দরবান ভোটের মাঠে অপ্রতিদ্বন্দ্ব¦ী বীর বাহাদুর উশৈসিং। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হওয়ার মধ্যদিয়ে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সবশেষ আসন বান্দরবান ৩০০নং আসনের নৌকা প্রতিকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি। ১৯৯১ সাল থেকে ২০২৪ সবগুলো ভোটে জয় পেয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয় নিয়ে সংসদে পা রাখবেন পার্বত্য বান্দরবানের এই আওয়ামী লীগ নেতা। গত ছয় বার ক্ষমতাকালীন সময়ে জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বীর বাহাদুরকে প্রতিটি উপজেলায় সম্মান জনক ভোট প্রদান করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। ১৮২টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১লাখ ৭২হাজার ৭০৮। তাঁর প্রতিদ্বন্দ্ব¦ী প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রাথী এটি এম শহিদুল ইসলামকে তিনি ১লাখ ৬২হাজার ৩১০ভোটের ব্যবধানে হারিয়েছেন।
এই নির্বাচনে মোট ১লাখ ৮৭হাজার ৫০জন ভোটাধিকার প্রয়োগ করেছে। যার মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৪হাজার ১৮টি। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল মতে ৬৪.৯৪ শতাংশ ভোট কাষ্ট হয়েছে। বীর বাহাদুর উশৈসিং এমপি উপজেলা ভিত্তিক ফলাফলে লামা উপজেলার ৪০ কেন্দ্রে ৪৯হাজার ৭৫৩ ভোট পেয়েছেন। এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ইউনিয়নের ২৬ কেন্দ্রে পেয়েছে ২৯হাজার ৫৭২, বান্দরবান সদর উপজেলার ৬ইউনিয়নে ২৪হাজার ৪৩০, আলীকদম উপজেলার চার ইউনিয়নের ২০ কেন্দ্রে ১৮হাজার ৯৯, রোয়াংছড়ি উপজেলায় ১২হাজার ৬২০, রুমা উপজেলার চার ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ১০হাজার ৩৯০ভোট এবং থানচি উপজেলার ১৪টি কেন্দ্রে ৯হাজার ৮৬১ভোট। এই বিষয়ে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ জানান, জেলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। আগামীতে বীর বাহাদুর এই জেলাকে স্মার্ট জেলা গড়ে তোলার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখবেন। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী সদস্য মোহাম্মদ মহিউদ্দীন ও আবু তাহের কোম্পানী জানান, দলমতের উর্দ্ধে এসে বীর বাহাদুরকে তাঁর এলাকার মানুষ ভোট দিয়েছেন। কারণ মানুষ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চান।
উল্লেখ্য, বীর বাহাদুর উশৈসিং এমপি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট পান ১ লাখ ৪৩ হাজার ৯৬৬। উন্নয়ন ও নানা ক্ষেত্রে অবদানের কারনে এবারের নির্বাচনে তাঁর ভোট বেড়েছে বলে মনে করেন সাধারণ মানুষ। সচেতন নাগরিকদের মতে, যেকোন কাজে ধারাবাহিকতা বজায় থাকা মানে এগিয়ে যাওয়া। এবার বীর বাহাদুরের বিজয়ের মাধ্যমে উন্নয়নে বদলে যাবে পার্বত্য জেলা বান্দরবান।