॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক গণমাধ্যমকর্মী ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস পিআইডি, চট্টগ্রামের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগীতায় এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপ প্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।