॥ বান্দরবান প্রতিনিধি ॥
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ শাহিনুল হক বলেছেন- ৬৯ পদাতিক বিগ্রেডের আজকের এই অবস্থানের জন্য আমাদের পূর্বসূরীদের কষ্ট ও অনুপ্রেরনা রয়েছে। ভবিষ্যতে কাজের মাধ্যমে এই বিগ্রেডকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) দুপুরে বান্দরবান ৬৯পদাতিক বিগ্রেডের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহিনসহ সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজে অংশ নেন অতিথিবৃন্দ।