॥ বান্দরবান প্রতিনিধি ॥
কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বান্দরবান পৌর নির্বাচন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের মোহাম্মদ জাবেদ রেজা।
বান্দরবান পৌরসভায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ৯ হাজার ৫৬১ ভোট পেয়ে নির্বাচিত হন মো. ইসলাম বেবী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট।
রোববার (১৪ফেব্রুয়ারী) সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে কেন্দ্রে কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন ছিল চোখে পড়ার মত। দুপুরের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কমলেও ২ টার পর বাড়ে ভোটারের সংখ্যা। বিশেষ করে মহিলা ভোটার। তবে প্রথমবারেরমতো ইভিএম-এ ভোট দিতে গিয়ে বয়ষ্ক অনেকে আঙ্গুলের ছাপ নিয়ে বেকায়দায় পড়েন।
এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিপি, আনসারসহ সাদা পোষাকে গোয়েন্দা শাখার সদস্যরা নিয়োজিত ছিল। জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ মোট ১১জন ম্যাজিষ্ট্রেট ১৩টি কেন্দ্রের দেখভাল করেন।
এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন পাঁচজন, কাউন্সিলর পদে ২৯ জন, মহিলা কাউন্সিলর পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বান্দরবান পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ ও নারী ১৩ হাজার ১২০ জন।