বামুসস’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলো রাসেল

478

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাধারণ পরিষদে নির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. রাসেল তালুকদার (জুয়েল)।

সোমবার (৭ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মুখ্য সচিব মো. শফিকুল ইসলাম ও চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. রাসেল তালুকদার (জুয়েল) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মুখ্য সচিব মো. শফিকুল ইসলাম ও চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া-কে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি তিনি সংগঠনের নিয়ম-কানুন মেনে সংগঠনের কার্যক্রম আরো বেগবান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য- মো. রাসেল তালুকদার (জুয়েল) করোনাকালীন সময়ে নিজ অর্থায়নে উঁচু-নিচু পাহাড় ডিঙ্গিয়ে ৩ হাজার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি