॥ স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশের ন্যায় রাঙামাটিতেও চলছে অঘোষিত লকডাউন। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালো দক্ষিণ ওমদা মিয়া পাহাড়ের বাসিন্দা ও রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র আবু সায়েম মিনার।
বৃহস্পতিবার সে তার নিজের বার্থডে ট্রিটের টাকা দিয়ে ১০কর্মহীন পরিবারকে ১সপ্তাহের বাজার করে দিয়েছে।
এবিষয়ে আবুসায়েম মিনার প্রতিবেদককে বলেন, প্রতিবছরই আমি আমার জন্মদিনে নিজের টিউশনের টাকা দিয়ে এলাকার ছোট-বড় ও আমার বন্ধুদের কে ট্রিট দিয়ে থাকি। কিন্তু এবার যেহেতু করোনা ভাইরাসের ফলে অঘোষিত লকডাউন চলছে তাই আমি প্রতি বছর বার্থডে ট্রিট্রের জন্য যতটাকা খরচ করি তা দিয়ে ১০টি কর্মহীন পরিবারের বাসায় ত্রাণ সামগ্রী পোঁছে দিয়েছি। আশাকরি এই পরিবারগুলো ৭দিন অনায়াসে এই ত্রাণ সামগ্রী দিয়ে চলতে পারবে। তিনি আরো বলে সমাজের সকলে যদি আমরা এগিয়ে আসি তাহলে কোন কর্মহীন পরিবারই অভুক্ত থাকবেনা। তাই তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।