॥ স্টাফ রিপোর্টার ॥
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি পার্বত্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জামায়াত আমীর বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, সেইসব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করছি। সেই সাথে জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং নিহতদের পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি. পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের জান-মালের কোরবানি দেয়ার জন্য মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করছি।






























