বিজয় দিবস ঘিরে রাঙামাটি জামায়াতের আলোচনা সভা

18

॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি পৌরসভা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি ঘিরে সোমবার পৌর জামায়াতের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক আব্দুল আলীম।
জামায়াত ইসলামি রাঙামাটি পৌরসভার আমীর জেলা ও শূরার সদস্য মাইনুদ্দিনের সভাপতিত্বে পৌরসভার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা শূরা সদস্য এ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাংগামাটি পার্বত্য জেলার সেক্রেটারি, শিক্ষাবিদ মনছুরুল হক। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাংগামাটি পৌরসভার দায়িত্বশীল মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আহমদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বাংলাদেশের স্বাধীনতাকে আওয়ামী লীগ পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবী করে তা কখনও কাম্য নয়।বাংলাদেশের সকল জনগণ মিলে এই দেশটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আহবান জানান।বিশেষ অতিথি জনাব মানছুরুল হক বলেন পার্শ্ববর্তী দেশ ভারত এই দেশটাকে তাদের তাবেদারী রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে চায় কিন্তু এই দেশের তাওহীদি জনতা বেঁচে থাকতে তা কখনও হতে দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে মোঃ মাইনুদ্দিন বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
পরে একাত্তরের বীর শহীদসহ আগস্ট বিপ্লবের শহীদদের উদ্দেশ্যে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।