বিজয়া দশমীতে এক প্রতিবন্ধীকে পৌর ছাত্রলীগের ওয়েট মেশিন উপহার

305

|| স্টাফ রিপোর্টার ||

বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পৌর শাখার পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষ্যে রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকার প্রতিবন্ধী অঞ্জনকে ওয়েট মেশিন উপহার দেওয়া হয়েছে।

বুধবার সকালে অঞ্জনের হাতে ওয়েট মেশিন তুলে দেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা অপু। এবিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন বলেন- বিজয়া দশমীতে আমরা একজন প্রতিবন্ধীর আয়ের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নিয়েছি। ওয়েট মেশিনটার মাধ্যমে অন্জন অর্থ আয় করতে পারবে। তাকে ভিক্ষাবৃত্তির মাধ্যমে অর্থ উপার্জন করতে জীবিকা নির্বাহ করতে হবেনা।

তিনি আরো জানান- পৌর ছাত্রলীগের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।