॥ স্টাফ রিপোর্টার ॥
মহান বিজয় দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস ঘিরে শোভাযাত্রা, সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ, গুণীজন সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করেছে ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙামাটি জেলা শাখা।
শনিবার বিকেলে সংগঠনটির নেতৃবৃন্দ উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে চেম্বার অব কমার্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙামাটির সভাপতি অরূপ মুৎসুদ্দীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে- জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অশ্রু মুৎসুদ্দী মনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজা, আয়োজক কমিটির সদস্য সচিব তপু দেওয়ানজী। এতে সংগঠনের সহ-সভাপতি সুফিয়া কামাল ঝিমি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ১০জন গুণীজন ও ৮০জন সুবিধা বঞ্চিতের মাঝে কম্বল বিতরণ করা হয়।