জেলা প্রশাসককে এনজিও প্রতিনিধিদের বিদায়ী সংবর্ধনা

895

॥ ইকবাল হোসেন ॥

রাঙামাটির বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে রাঙামাটিতে কর্মরত এনজিও প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এনজিও সমন্বয় সভার শেষে।

প্রতিনিধিরা জেলা প্রশাসকের কক্ষে একেএম মামুনুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় রাঙামাটিতে কর্মরত এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জেলা প্রশাসক কার্যলয়ে অনুষ্ঠিত এনজিও সমন্বয় সভায় জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে এনজিওগুলোর সাথে সমন্বয়ের জন্য এনজিও প্রতিনিধিদের নিয়ে আহ্বায়ক কমিটি করা হয়। আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক- আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। সদস্য সচিব- ব্র্যাক’র জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব। সদস্য- সূর্যের হাসি ক্লিনিকের জেলা প্রতিনিধি ওমর ফারুক, গ্রীণ হিলের ফিনেন্স ডিরেক্টর উপাল কান্তি মুৎসুদ্দি, উইভ এর নির্বাহী পরিচালক নাইপ্রু মারমা মেরী, হীল ফ্লাওয়ারের প্রজেক্ট ডিরেক্টর মিলন চাকমা, প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, ব্যুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক মো. রিপন মিয়া, শাপলা নারী উন্নয়নের নির্বাহী পরিচালক মো. নাছির উদ্দীন, আগাপে’র প্রকল্প ব্যবস্থাপক এফড সংয়া পাংখোয়া, টংগ্যার এডমিন অফিসার তেজদীপ্ত চাকমা।