বিদ্যুতাহত রিয়াজের চিকিৎসা সহায়তায় ইউএনও

359

।।নানিয়ারচর প্রতিনিধি।।

নানিয়ারচরে বিদ্যুতের শর্ট সার্কিট দূর্ঘটানায় আহত রিয়াজের চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন নির্বাহী অফিসার। রবিবার দুপুরে নিজ কার্যালয়ে বিদ্যুৎ তাড়িত হয়ে আহত মোঃ রিয়াজের চিকিৎসায় বিদ্যুৎ বিভাগের মিটার পাঠক (অস্থায়ী) মাখন চন্দ্র নাথের হাতে নগদ ২০হাজার টাকা তুলে দেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

এবিষয়ে নির্বাহী অফিসার শিউলি রহমান বলেন, বিদ্যুৎ এর কাজ করতে গিয়ে শর্ট সার্কিটে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রিয়াজ। আবেদনের প্রেক্ষিতে উন্নত চিকিৎসায় রিয়াজের চিকিৎসায় নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এসময় স্থানীয় সংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫শে জুন নানিয়ারচর টিএন্ডটি বাজার এলাকায় বিদ্যুৎ বিভাগের কাজ করতে গিয়ে ইসলামপুর এলাকার মোঃ ইদ্রিসের ছেলে মোঃ রিয়াজ আহত হয়। পরে রাঙামাটি সদর হাসপাতাল থেকে চিকিৎসকগণ উন্নত চিকিৎসায় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে স্থানান্তর করে।