॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
রাত পোহালেই রাঙামাটিতে ৭ম ধাপে বাঘাইছড়ি, লংগদু ও জুড়াছড়ি উপজেলাতে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এরই মধ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ও নৌকার বিপক্ষে কাজ করায় লংগদু উপজেলার ২টি ইউনিয়নের ৯জন যুবলীগ নেতাকে অব্যহতি দিয়েছে রাঙামাটি জেলা যুবলীগ।
সোমবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। অব্যহতি প্রাপ্তরা হলেন, লংগদুর ভাসান্যদম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মো: ইউনুছ আলী, লংগদুর ভাসান্যাদাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মো: সেলিম, লংগদুর ভাসান্যাদম ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি ইউসুফ, লংগদুর ভাসান্যাদম ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মো: মনসুর, লংগদুর ভাসান্যাদম ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মো: মাসুদ, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক নয়ন খান বাবু, লংগদুর কালাপাকুজ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন।
বিবৃতিতে জানানো হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণায় অংশগ্রহণ করার অপরাধে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক উক্ত ৯জন যুবলীগ নেতাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।