বিভিন্ন প্রকল্প পরিদর্শনে রাজস্থলীতে জেলা প্রশাসক মিজানুর রহমান

583

|| রাজস্থলী প্রতিনিধি ||

রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান রাজস্থলী উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার (২১ এপ্রিল) সকাল ১০টায় তিনি উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা হেডম্যান, চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃেবৃন্দদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ,মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শিল্পী রানী রায়, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শেখ ছাদেক, আরডিসি লাইলাতুল হোসেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম সহ গণমাধ্যমকর্মী।

মতবিনিময় সভার পর জেলা প্রশাসক রাজস্থলী থানা পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রীর উপহার দুর্যোগ সহনীয় আশ্রয়ন প্রকল্পের গৃহহীনদের জন্য গৃহ সমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে সরকার উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ দিয়েছেন। এ বাজেট সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কোন অসহায় গরীব ও দরিদ্র থাকবেনা।

তিনি আরো বলেন, পাহাড়ী – বাঙ্গালীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার প্রয়োজনী সব কিছু করবে সরকার। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল কে একযোগে তাল মিলিয়ে চলতে হবে। তিনি দুর্যোগ সহনীয় নির্মিত গৃহগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।