বিলাইছড়িতে ইউএনওদের বরণ ও বিদায়ী সংবর্ধনা

122

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনকে বরণ বরণ করতে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদসমূহ, অফিসার্স ক্লাব ও শিল্প কলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে বিদায়ী নির্বাহী অফিসারের সহধর্মিণী ডা. উবাইদা বিনতে আমিন ও উপস্থিত ছিলেন। এ ছাড়া জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্তমান ইউএনও কে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান ও নবাগত ইউএনও কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।