বিলাইছড়িতে চোলাই মদসহ নারী আটক

193

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

চোলাই মদসহ বিলাইছড়িতে এক নারী ব্যবসায়ীকে আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) আনুমানিক ১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি উপজেলার ০২নং কেংড়াছড়ি ইউনিয়নস্থ গাছকাটাছড়া আর্মি ক্যাম্পের সামনে সেনাবাহিনীর সহযোগিতায় বিলাইছড়ি থানার টীম বিকাল সাড়ে চারটা নাগাদ প্রায় ১৭ লিটার চোলাই মদ সহ ওই নারীকে আটক করে। সে কাপ্তাইয়ে বিক্রি করার উদ্দেশ্যে নদী পথে মদ পাচার করছিল।

আটক নারীর নাম স্বর্ণা চাকমা (তেরী), স্বামীর নাম উত্তম চাকমা। তিনি বিলাইছড়ি উপজেলাধীন সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দীঘলছড়ি গ্রামের বাসিন্দা। আটকের পর ঐ নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(খ) ধারায় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদক (চোলাই মদ) নিজ দখলে রাখার অপরাধে বিলাইছড়ি থানায় এক মামলা দেয়া হয়েছে। যাহার মামলা নং-০২, তারিখ: ০৪/০৩/২০২৩।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর নারী মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, তার বিরুদ্ধে এক মাদক মামলা দেয়া হয়েছে। এবং আটককৃত নারীকে আজ রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার উদ্দেশ্যে রাঙ্গামাটিতে প্রেরণ করা হয়েছে।