বিলাইছড়িতে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

136

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়িতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেলোয়ার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুন নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন ও ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান। এছাড়া খেলোয়াড় ও উপজেলার ক্রীড়ানুরাগীগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যে মিজানুর রহমান বলেন, আজকের এই দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পূর্ব নির্ধারিত অনুযায়ী র‌্যালী ও আলোচনা সভা করার কথা ছিল। কিন্তু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদর্শন বড়ুয়ার অসহযোগিতার কারণে র‌্যালী করা যায়নি। কারণ ব্যানার নেই, দেখতেই পাচ্ছেন মাল্টিমিডিয়া দিয়ে আলোচনার সভার ব্যানার দেয়া হয়েছে। তিনি আরও বলেন, তার সাথে কথা হয়েছে দিবসটি উদযাপনের জন্য তিনি ব্যানার নিয়ে আসার কথা। কিন্তু সকাল থেকে তার ফোন বন্ধ। ঠিক কি কারণে তিনি এই রকম কাজ করলেন আমার বোধগম্য নয়। এসময় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের সফলতা এবং বিলাইছড়িকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।