॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়িতে বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থদের মাঝে বে-সরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে শর্তহীন নগদ অর্থ, ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়েছে। সম্প্রতি বিলাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের জন্য জরুরী মানবিক সহায়তা প্রকল্পের আওতায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ ভবনে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী অফিসার মো.সিফাত উদ্দিন, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক ধনঞ্জয় ত্রিপুরা, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন আশিকার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব চাকমা।
এইদিনে উপজেলার সদর ইউনিয়নের মোট ২ শত পরিবারকে পরিবার প্রতি সাড়ে ৫ হাজার টাকা করে মোট ১১ লক্ষ টাকা এবং ওয়াশ কিট ও শেল্টার কিট প্রদান করা হয়। এছাড়া ফারুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারকেও এই নগদ অর্থ সহায়তা দেয়া হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ও কারিতাস বাংলাদেশ- এর বাস্তবায়নাধীন এই প্রকল্পের অর্থ সহায়তা দেয় যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস সরকার এবং জার্সি ওভারসীজ এ্যাইড ।