বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

107

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১ বার তোপধ্বনি, বঙ্গবন্ধু প্রতিকৃতি ও শহীদ নিনারে পুষ্পস্তবক অর্পণ পরে উপজেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে প্যারেড শুরু করে বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সন্মানা জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,বীর মুক্তি যোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নুরনবী, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মার্মা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, হেডম্যান শান্তি বিজয় চাকমাসহ উপজেলার প্রায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অবিভাবক ও নানা শ্রেণী-পেশার মানুষ।

দিবসে প্যারেড কমান্ডার থানা এসআই (নিঃ) মোঃ রিদওয়ানুর রহমান ও সহকারী প্যারেড কমান্ডার ধনেশ্বর ত্রিপুরা নেতৃত্বে পুলিশ ও আনসার-ভিডিপি এবং গ্রাম পুলিশের অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল বড়ুয়া ও সুমী চক্রবর্তী।