॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্যে শনিবার (০৯ ডিসেম্বর) বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ঘিরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। এসময় বক্তারা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন’র অবদানের কথা তুলে ধরে তার নীতি অনুসরণ করে পথ চলার আহ্বান জানান। পরে বসুমতি চাকমা, রেণু বড়–য়া এবং নিপু চাকমার হাতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।