॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে আমাদেরকে আরো বেশী কাজ করতে হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা গুলোতে যে সকল সাংস্কৃতিক সংগঠন আছে তাদেরকে সাংস্কৃতিক চর্চায় আরো গতিশীলতা বাড়ানোর আহবান জানান।
রোববার (২৩ জুলাই) সকালে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে বিলাইছড়ি উপজেলার তিনটি সংগঠনের মাঝে সাউন্ড সিস্টেম ও গিটার বিতরণ কালে তিনি এই কথা বলেন। এ সময় রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, পরিষদ সদস্য দীপ্তিময় তালূকদারসহ অন্যান্য কর্মকর্তারা ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে ২টি সংগঠনকে সাউন্ড সিস্টেম একটি সংগঠনকে ৪টি গিটার প্রদান করা হয়।