বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন

170

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

শনিবার ২৫ মার্চ বিলাইছড়িতে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখীলেশ চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া ও ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যায় শহীদদের আত্মবলীদানের ফসল আমরা আজকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যে গণহত্যা নাহলে হয়তো বাংলাদেশ আজ উন্নত দেশে পরিনত হতো। তাই পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদেরকে জাতি স্মরণ করবে।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২৫ মার্চে গণহত্যার শিকার হওয়া শহীদদের উদ্দেশ্যে পুষ্প স্তবক অর্পন এবং নিরবতা পালন করা হয়।