বিলাইছড়িতেও টিসিবি পণ্য বিক্রয় শুরু

396

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

সারাদেশের মত বিলাইছড়িতেও টিসিবি পণ্য বিক্রয় শুরু করা হয়েছে। রোববার (২০ মার্চ) বাজার ঘাট প্রাঙ্গণে টিসিবি পণ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শানসুদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রউফ খান , উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, বিলাইছড়ি ইউনিয়ন সংরক্ষিত মহিলা সদস্য রিতা চাকমা এবং ওয়ার্ড সদস্য বাবুলাল তঞ্চঙ্গ্যা ও জ্যোতিময় চাকমা প্রমূখ।

জানা যায়, বিলাইছড়ি উপজেলায় ৪২৮৮ পরিবার কার্ডধারী’র মধ্যে প্রথম দিনে সদর ইউনিয়নে মোট ১৬০০ পরিবারকে এই টিসিবি পণ্য দেওয়া হবে। এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা জানান , তালিকা মোতাবেক সবাই যেন পেয়ে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কোনভাবে অনিয়ম বা দুর্নীতি না হয় । এবং অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) পণ্য বিলাইছড়িতে মেসার্স রাফি ট্রেডার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৬০ টাকার প্যাকেজের মধ্যে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তৈল ও ২ লিটার মসুর ডাল দেওয়া হচ্ছে।