॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এর যৌথ উদ্যোগে বাংলাদেশ গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে সাসটেইনেবল ডেভলপমেন্ট পলিসি (এসডিপি) এবং সোস্যাল এন্ড ইকোনোমিক ডেভলপমেন্ট পলিসি (এসইডিপি) প্রকল্প বাস্তবায়ন করার জন্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের প্রয়াস শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা সুনীল কান্তি দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, হেডম্যান তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা, রমা কান্ত তঞ্চঙ্গ্যা, সাধন চাকমা, সমতোষ চাকমা, মহিলা ইউপি সদস্য রতœা দেওয়ান ও অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের ট্রেইনি অফিসার মিটন চাকমা ও বৈশালী চাকমা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- এক্সিকিউটিভ অফিসার জয়া চাকমা। প্রকল্প ও কর্মসূচি কার্যক্রম উপস্থাপন করেন- এক্সিকিউটিভ অফিসার ইসতিয়াক মান্নান খান ও রিদওয়ানুল হক রানা। এসময় সুপারভাইজার সুরেশ কান্তি চাকমা, শ্রাবণী তঞ্চঙ্গ্যা, রতন বিকাশ চাকমা, নিকেল চাকমা, জ্ঞান জ্যোতি তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কার্বারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্থরের জনসাধারনের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ গেজেটে ওয়েলফেয়ার ফ্যামিলি প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় একই সাথে গেজেট কপি ও প্রচারপত্র বিতরণ করা হয়।
পরে ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্টের কর্মকর্তারা বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তার সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন এবং বাংলাদেশ গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।