বিলাইছড়িতে দুঃস্থদের নগদ অর্থ সহায়তা প্রদান

362

|| বিলাইছড়ি প্রতিনিধি ||

কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলায় রাঙামাটির বিলাইছড়িতে শুক্রবার দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। কেংড়াছড়ি ইউনিয়নে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ৭৭ দুস্থ পরিবারের মাঝে ১ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান অমরজীব চাকমা জানান, নগদ অর্থ সহায়তার জন্য কেংড়াছড়ি ইউনিয়নে ১২৫ পরিবার নির্বাচন করা হয়েছে। ৪৮ পরিবারকে কিছুদিন আগে ১ হাজার টাকা করে নগদ অর্থ দেয়া হয়েছে। বাকী ৭৭ পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দুইটি বুথে আজ নগদ ১ হাজার টাকা করে দেয়া হয়েছে।