বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

201

স্টাফ রিপোর্টার

জ্বালানি তেল পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আবদুল রহিমে হত্যার প্রতিবাদে বিলাইছড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা- নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকালে পল্টন ঘাট হতে একটি মিছিল বের করে বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার প্রাঙ্গণে এসে শেষ করে এবং পরে বাজার মাঠে এক প্রতিবাদ সমাবেশ বা সভা হয়। মাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবদুর সালাম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ জসীন উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, জেলা কৃষক দলের যুগ্ম আহŸায়ক মোঃ রবিউল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ মোঃ নাজিম,জেলা সেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ধন বিন্দু চাকমা, সাবেক ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর জীব চাকমা, শহিদুল ইসলাম, মোঃ নাসির, জয় সিন্ধু চাকমা এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা প্রমূখ। নুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ।