বিলাইছড়িতে বিজয় দিবস পালিত

367

॥ অসীম চাকাম-বিলাইছড়ি ॥

বুধবার (১৬ ডিসেম্বর) সারাদেশের মত বিলাইছড়িতেও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
দিবসটিকে ঘিরে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে  বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড কমান্ডারের সালাম গ্রহণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীও উপস্থিত ছিলেন।  পরে পায়রা উড়িয়ে প্যারড পরিদর্শন করেন। এরপর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে, বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও প্রীতি  ফুটবল ম্যাচসহ  এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, ৩ ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে এবং বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং নিয়মানুযায়ী সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া বিকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমে বিলাইছড়িতেও শপথ বাক্য পাঠ করা হয় । এতে  উপজেলা আওয়ামীলীগ সরকারি ও বেসরকারি এবং  সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।