বিলাইছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

656
। বিলাইছড়ি প্রতিনিধি ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাঙ্গামাটির বিলাইছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্র মারা গেছেন।
নিহত ছাত্রের নাম হৃদয় তঞ্চঙ্গ্যা (১৭)। পিতার নাম সুশীল তঞ্চঙ্গ্যা। সে বিলাইছড়ি উপজেলাধীন ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তিনকোনিয়া পাড়ার বাসিন্দা। সে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের চলতি ২০২১ সালের  মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বিলাইছড়ি থানার ইন্সপেক্টর (তদন্ত) রউফ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েছি নিহত ছাত্রটি ডরমিটরি এলাকায় ভাড়া থাকতো। ডরমিটরি ভবনের সামনে  বিদ্যুৎতের খুটি মাটির সাথে টানা দেয়া সেখানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে পরে যায় । সঙ্গে সঙ্গে তার সহপাঠীরা হাসপাতালে নিয়ে যায় এবং সে হাসপাতালে মৃত্যু বরণ করে ।
তিনি আরও জানান, আমরা দুপুর ১ টার দিকে খররটা পেয়েছি এবং ততক্ষণে ডাক্তার মৃত ঘোষণা করে মৃত্যুর সনদ দিয়ে দিয়েছেন। পরে আমরা নিহতের বাড়ি গিয়ে তার বাবা-মার সাথে কথা বলি তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলো। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর জন্য  কারোর বিরুদ্ধে সন্দেহ বা অভিযোগ করা হয়নি।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অভিক কুমার বড়ুয়ার সাথে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল আনুমানিক ১১ঃ৪০টার দিকে তার সহপাঠীরা তাকে কোলে করে হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর শেষ মুহুর্তে নিয়ে আসছে তাই আমরা তার হার্টবিট পাচ্ছিলাম না। তাকে ঔষধ পত্র ও সিপিআর দিয়ে চেষ্টা করেও আমরা তার হার্টবিট ফেরাতে পারিনি।
তিনি আরও জানান, ইলেকট্রিক শকের কারণে হঠাৎ করে বলা যায়না মারা গেছে কিনা, বুঝতে একটু সময় লাগে। এর ঘন্টা খানিক পরে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে নিহত ব্যক্তির মরদেহ গ্রহণ করা হয়। তিনি আরও জানান,  তার সহপাঠীরা বলাবলি করছিলো যে, বিদ্যুতের খুটির আর্টিংয়ের তারে হাত দেওয়ার পরে এ ঘটনা ঘটে।