॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়ি সেনাজোনের সহযোগিতায় এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘর ও মিরসরাই এর আয়োজনে বিলাইছড়িতে বিনামূলে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব,পিপিএম, পিএসসি।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রামের রিজিয়ন চেয়ারপার্সন কাজী মনিরুল ইসলাম, আবু তাহের, এম এ মুসা বাবুল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রদীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিলাইছড়ি সেনাজোনের মেডিকেল অফিসার বিএসএস ক্যাপ্টেন বিপুল কুমার পাল(জগঙ) ৩২ বীর- এর নেতৃত্বে লায়ন্স চ্যারিটেবল আই হসপিটালের পক্ষে চক্ষু চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সোমেন তালুকদার, লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম, ডাঃ কাজী মনজুরুল ইসলাম লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম, ডাঃ মোঃ জসিম উদ্দিন লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম।
এই শিবিরে বিভিন্ন সমস্যা রোগীদের ঔষধ,ড্রপ ও সানগ্লাস প্রদান কর হয় এবং ছানি পড়া রোগীদের তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে তাদের চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হবে। এতে ১০০ জন রোগীকে সেবা, এবং ছানি পড়া রোগীদের পরে অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালে পাঠানো হবে বলেও জানা যায়। শিবিরে বিলাইছড়ি বিভিন্ন দূর্গম এলাকা হতে দীর্ঘদিন চক্ষু সমস্যার জর্জরিত রোগীরা আগমন করেন।