বিলাইছড়ির বনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

567

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়ি উপজেলাা শাল বাগান পাড়ার ৬ পরিবার অগ্নি দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পরিবার প্রতি ৫০ কেজি চাল, ৫টি করে কম্বল, ঢেউটিন ২ বান্ডিল, নগদ দশ হাজার টাকাসহ তেল, আলু, পেঁয়াজ, লবণ বিতরণ করা হয়েছে।

রোববার ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, ইউএনও মোঃ মিজানুর রহমান, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, পুলিশ উপ-পরিদর্শক নিংওয়াই মার্মাসহ ডিজিএফআই, থানা ডিএসবি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের প্রতিনিধি।

উল্লেখ্য যে, অগ্নি দুর্গতদের মতে শনিবার (২৭ মার্চ) বন হতে হঠাৎ অগ্ন্যুৎপাত দেখা দিলে মুহুর্তের মধ্যে অগ্নিশিখা পাড়ার চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পাড়ার ৬ পরিবারের বাড়িসমূহে অগ্নিকান্ড ঘটে। এ সময় তাদেরও পালাবার পথ ছিল না। পাড়ায় কয়েকটি আম ও কাঠাল গাছ থাকলে সেখানে ৬ পরিবার লোক আশ্রয় নিলে কোন মতে প্রানে বেঁচে যায় তারা। তবে কেবল গায়ের কাপড় ছাড়া তারা আর কিছুই বাঁচাতে পারে নি। ধান, নগদ টাকা, স্বর্ণ, আদা, হলুদসহ সবকিছু পুড়ে গেলে তারা একেবারেই সর্বশান্ত হয়ে পড়ে। তবে কারো দ্বারা অগ্নিকান্ডটি ঘটানো হয়েছে কিনা তারা খতিয়ে দেখছেন। সনাক্ত হলে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে তারা জানান।