॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার অন্তর্গত বিলাইছড়ি সদর, কেংড়াছড়ি এবং ফারয়া ইউনিয়নের সকল প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং প্রতি বিদ্যালয়ের একজন করে শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন।
শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলার সকল প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান এবং সদস্য সহ সকল কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ২৬০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট এবং ৫২ জন শ্রেষ্ঠ শিক্ষককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
দূর্গম জনপদে নানা সীমাবদ্ধতায় থাকা শিক্ষার্থীদেরকে দেশের আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার লক্ষে বিলাইছড়ি জোন ধারাবাহিকভাবে তাদের পাশে থেকে বিভিন্ন সময়ে সহযোগীতার হাত বাড়িয়েছে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়মূলক কাজেও পাশে দাড়িয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বিলাইছড়ি জোন সকল শিক্ষার্থীদের কৃতিত্বের সঙ্গে ভালো ফলাফল অর্জন করায় অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষাই উন্নয়নে একমাত্র মাধ্যম প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে আত্মমুক্তি ও দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে প্রতিটি শিক্ষার্থীদেরকে অধ্যবসায় এর মাধ্যমে শিক্ষিত হয়ে মানব সম্পদে পরিণত হতে হবে।
সর্বোপরি তিনি শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর অবদান এবং তারই ধরাবাহিকতায় সেনবাহিনীর পদক্ষেপ সমূহ তুলে ধরেন এবং এই অগ্রযাত্রায় সেনবাহিনীর পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন।