বিলাইছড়ি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই উৎসব

119

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

“শিক্ষার্থীদের জনে জনে, বই নিবে খুশি মনে” প্রতিপাদ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিলাইছড়িতে নতুন বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। রোববার শিক্ষা বর্ষের প্রথম দিনে নতুন বই বিতরণ উৎসব উপলক্ষে বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ বখতিয়ার, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঊষামং মারমা ও মোঃ ইসহাক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে রেমলিয়ানা পাংখোয়া বলেন, আলোকিত মানুষ পেতে হলে শিক্ষা ছাড়া বিকল্প নেই। তাই আমরা সুশিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়তে চাই। এদিকে দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বই উৎসব পালন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখীলেশ চাকমাসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক ও প্রাথমিক সরকারি-বেসরকারি মিলে মোট-৫৯ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। জানা যায়, বিলাইছড়িতে বছরের শুরুতে কিছু শিক্ষার্থী সব বই পেলেও পর্যাপ্ত বই না থাকায় সকল শিক্ষার্থীকে সব বই দেয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, চলতি মাসের মধ্যে সকল শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ নিশ্চিত করা হবে।