বিলাইছড়ি সেনা জোনের অভিযানে অবৈধ কাঠ উদ্ধার

534

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
বুধবার (৫ মে) বিলাইছড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে বিলাইছড়ি সেনা জোন কর্তৃক উদ্ধারকৃত ৩২০ ঘনফুট অবৈধ কাঠ আলিখিয়াং রেঞ্জের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় বিলাইছড়ি সেনা জোন এর ৬ বীর, জোনাল স্টাফ অফিসার বিএ ৮৪১৩ মেজর রাজু আহমেদ এর নেতৃত্বে উদ্ধারকৃত অবৈধ কাঠ আলিখিয়াং রেঞ্জ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়।

সেনা জোনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৮ এপ্রিল গোয়েন্ডা তথ্যের ভিত্তিতে ধুপশীল আর্মী ক্যাম্প কমান্ডার বিএ ১০৪৭৯ লেঃ মেহেদী হাসান আকাশ এর নেতৃত্বে শালবন পাড়া এলাকায় তল্লাশী চালানো হয়। এতে ৩২০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ টাকার অধিক। উদ্ধারকৃত কাঠের মধ্যে ২৬৪ ঘনফুট সেগুন, ৩৪ ঘনফুট গামারী এবং ২২ঘনফুট কড়ই কাঠ রয়েছে।