|| স্টাফ রিপোর্টার ||
একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান “বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন” রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে শনিবার, সকালে কাঁঠালতলী, বনরুপা, সমতা ঘাট, পৌর এলাকা, শান্তি নগর, ইসলামপুর, তবলছড়ি এলাকায় সদস্য বৃন্দরা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মহিন উদ্দিন, সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন মুন্না, সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সৈকত আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শাকিল, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির শফিক, দপ্তর সম্পাদক মোঃ মেহেরাফ করিব ইমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দীন জুয়েল, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান পিয়াস, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রীকান চন্দ, অর্থ সম্পাদক মোঃ শাহিদুল আলম সাগর, সাহিত্য সংস্কৃতির ও গ্রন্থগার বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ জসিম উদ্দীন, মোঃ নুরুজ্জামান রাজু, মোঃ আল আমিন, মোঃ মহিন, মোঃ হাসান, সদস্য মোঃ শওকত ইকবাল, বৃষ্টি আক্তার, নিলু আক্তার, সোহাগ, মোঃ নাঈমুল ইসলাম, মোঃ সেলিম সহ অন্যান্য সদস্য বৃন্দরা।
এবিষয়ে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন ইসলাম বলেন- বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন ২০১২ সাল হতে সমাজের মধ্যে উন্নয়ন মূলক কার্যক্রম করে যাচ্ছে। আর প্রতি বছরের মত এই বছরও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা রোপণ কর্মসূচি পালন করছে। তিনি আরও বলেন- আসুন আমরা অন্তত জন প্রতি ১টি করে গাছের চারা রোপন করি এবং পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার চেষ্টা করি “সবুজ বৃক্ষ ভরবে দেশ, লাল সবুজের বাংলাদেশ” আর পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান বলেন- আমাদের জীবনের আসল অর্থ হওয়া উচিৎ গাছ লাগানো। যার ছায়ায় আপনি বসার আশা করেন না। একটি জাতি হিসাবে অস্তিত্ব, একটি রাষ্ট্র হিসাবে সমৃদ্ধি, একটি মানুষ হিসাবে বেঁচে থাকতে, আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে।