বিশ্ব রক্তদাতা দিবস ঘিরে হোয়াইট হার্ট ফাউন্ডেশনের আনারস বিতরণ উৎসব

939

|| সংবাদ বিজ্ঞপ্তি ||

একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান “বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন” রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এবং তরুণ ব্যবসায়ী মোঃ রবিউল আলম ও মোঃ আইয়ুব খানের সহযোগিতায় ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বনরুপা এলাকায় কিছু দুঃস্থ ফকির, পথচারী ও রক্তদাতাদের মাঝে আনারস বিতরণ উৎসব পালন করা হয়।

এসময় সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন ইসলাম বলেন- আজ বিশ্ব রক্তদাতা দিবস। তাই আজকের এই দিনটি সকল চেনা অচেনা মানবতার সেবক সেবিকাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য আমরা ভিন্ন ধর্মী কর্মসূচি পালন করলাম। বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন অতীতের মত সব সময় অসহায় মানুষের জন্য চিন্তা করেন। তাঁদের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন। আর সহযোগিতাকারী তরুণ ব্যবসায়ী আইয়ুব খান বলেন- বর্তমান ফলের মৌসুম চলছে। তাই আমি ও মোঃ রবিউল আলম সিদ্ধান্ত নিলাম ১৪ই জুন রক্তদাতা দিবস সফল ও স্বার্থক করার জন্য বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর সাথে জড়িত হয়ে আনারস বিতরণ উৎসব পালন করবো। এজন্য আমরা আজ এই কর্মসূচি পালন করলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এসময় বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন ইসলাম, সদস্য মোঃ সেলিম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।