বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ঘিরে রচনা ও চিত্রাংকন

192

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ০৯টায় বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি জেলা কর্তৃক বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

প্রতিযোগিতার নিয়মাবলী নি¤œরূপঃ
১। চিত্রাংকন প্রতিযোগিতাঃ ‘‘ক’’ বিভাগ ঃ ১শ শ্রেণি হতে ৪র্থ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ ইচ্ছেমতো। ‘‘খ’’ বিভাগ ঃ ৫ম শ্রেণি হতে ৭ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ শিশু অধিকার। ‘‘গ” বিভাগঃ ৮ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ শিশুর সুরক্ষা। ‘‘ঘ” বিভাগ ঃ ১ম শ্রেণি হতে ১০ম শ্রেণি (বিশেষ চাহিদা সম্পন্ন শিশু) বিষয়ঃ ইচ্ছেমতো।চিত্রাংকনের সকল বিভাগের কার্টিজ পেপার এর দৈর্ঘ্য ১৬” (ষোল ইঞ্চি/৪০ সে.মি.) এবং প্রস্থ ১১” (এগার ইঞ্চি/২৮ সে.মি.)
চিত্রাংকনের মাধ্যম ঃ জলরং/প্যাস্টল রং/পোষ্টার রং।

২। রচনা প্রতিযোগিতাঃ ‘‘ক’’ বিভাগঃ ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ বঙ্গবন্ধুর ছেলেবেলা (৫০০ শব্দের মধ্যে)। ‘‘খ’’ বিভাগঃ ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ বিষয়ঃ বঙ্গবন্ধুর শিশু ভাবনা (৭০০ শব্দের মধ্যে)। ‘‘গ’’ বিভাগঃ ৯ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রবৃন্দ, বিষয়ঃ বঙ্গবন্ধু ও শিশু অধিকার (১০০০ শব্দের মধ্যে)।

স্থানঃ শিশু একাডেমি মিলনায়তন।
রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ একাডেমি থেকে সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সংগে আনতে হবে।