॥ স্টাফ রিপোর্টার ॥
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। বিশেষ অতিথি ছিলেন- দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলার সভাপতি সাংবাদিক মনসুর আহম্মেদ মান্না।
এনসিটিএফ জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ এর সহ-সভাপতি মো. মেহেদী হাসান। স্বাগত বক্তব্য রাখেন- এনসিটিএফ এর সভাপতি সুমাইয়া আক্তার ¯েœহা।
এসময় এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের পাশাপাশি সাবেক এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ অংশগ্রহণকারী সকল শিশুর হাতে পুরস্কার তুলে দেন।