॥ স্টাফ রিপোর্টার ॥
বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। শুক্রবার সকালে প্রথমে বিজিবি মহাপরিচালকের পক্ষে বীরশ্রেষ্ঠের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর সকাল সাড়ে দশটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তরিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পন করেন এবং সালাম জানান। পরে গার্ড অব অনার প্রদান করা হয় এবং মোনাজাত করা হয়।
এসময় বিজিবি কাপ্তাই ওয়াগগাছড়া জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হোসেন, বীরশ্রেষ্ঠকে সমাহিত করা ও সনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমা, আরটিভি জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল, বুড়িঘাট বীরশ্রেষ্ঠ স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।