নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
শুক্রবার (১৬ই ডিসেম্বর) সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অবস্থিত স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেন।
এসময় রাঙামাটি জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক বিজ্ঞান জ্যোতি চাকমা, মোঃ জহিরুল ইসলাম ও পরাগ দাশ উপস্থিত ছিলেন।