নানিয়ারচর প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর ২নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।
ইসলামপুর ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বুড়িঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ডাবলুর রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, বুড়িঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। দ্বিতীয় অধিবেশনে নেতৃবৃন্দরা জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে কমিটি ঘোষণার কথা জানান। পরে আওয়ামী যুবলীগের একটি বিশেষ সূত্রে জানা যায়, ২নং ওয়ার্ড ইসলামপুর আওয়ামী যুবলীগের ৩১সদস্য বিশিষ্ট কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. মিজানুর রহমান সভাপতি, নিশান চাকমা সহ-সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম বাবু নির্বাচিত হন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জুনাল চাকমা।