॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে ১০জন তরুণ উদীয়মান ক্রীড়াবিদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির ২লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সচিব আব্দুল করিম লালুসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
এসময় জনপ্রতি ২৪ হাজার টাকা করে জেলার ১০জন ক্রীড়াবিদের মাঝে ২লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।