বেগম রোকেয়া দিবস ঘিরে বিলাইছড়িতে নানা আয়োজন

115

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৯ ডিসেম্বর) বিলাইছড়িতে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে।

সকালে এ উপলক্ষে এক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শাক্য প্রিয় বড়ুয়া ও সুদেব দাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা, জাতীয় মহিলা সংস্থার সাধন বিকাশ তঞ্চঙ্গ্যা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আজীবন নারীদের অধিকার ও শিক্ষার জন্য লড়াই করে গেছেন। তার এই অবদানের জন্য নারীরা আজ এতদূর আসতে পেরেছে। তবে নারীরা এখনো স্বাধীন নয়। এখনো সমাজে নারীরা নির্যাতিত। তাই সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কারণ দেশের জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। তাই তাদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
আলোচনা শেষে বিশেষ অবদানের জন্য মাসাপ্রু মার্মা, মণ্জু চক্রবর্তী এবং বলাকা রানী চাকমা কে উপজেলা জয়িতার শ্রেষ্ঠ সন্মানা স্বারক প্রদান করা হয়।