বেতবুনিয়ায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষ হতাহত ৩

100

॥ কাউখালী প্রতিনিধি ॥

বেতবুনিয়া তালুকদার পাড়ায় শনিবার (১৩ মে) বিকেলে ট্রাক পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরতর আহত এবং ১ জন নিহত হয়েছে। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের বেতবুনিয়া এলাকায় এ ভগটনা ঘটে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার বেতবুনিয়া তালুকদার পাড়া চট্টগ্রাম রাংগামাটি মহাসড়কের উপর শনিবার বিকেলে সাড়ে চারটার সময় চট্টগ্রামমুখী ইটের ভাংগা গুড়া ভর্তি ট্রাক ( ঢাকা মেট্টো- ১১-২৩৯৩) চট্টগ্রাম হতে খালী পিক-আপ( চট্টমেট্টো-১১-০২৫১) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আশেপাশের লোকজন দৌড়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার মধ্যে পিক-আপের চালক পতিমধ্যে মারা যায় বলে খবর পাওয়া যায় এবং গুরু তর আহত ২ জনের অবস্থা আশংকা জনক বলে জানা যায়।

এ ব্যাপারে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাস সরকার জানান আমরা খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি শুনেছি পথে ১ জন মারা গেছে। গাড়ি ২টি মহাসড়ক থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে ততক্ষণাত নিয়ে আসি। আহতদের নাম ঠিকানা জানা যায় নি বলে তিনি জানান।