বেতবুনিয়া হতে প্রতিদিন মদ পাচারের অভিযোগ

11

 


\ কাউখালী প্রতিনিধি \
কাউখালী উপজেলার বেতবুনিয়া বিভিন্ন এলাকা হতে প্রতিদিন দিনে এবং রাতে মদ পাচার চলছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। এলাকার বিভিন্ন পর্যায়ের নাগরিকরা অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন যাবত বাধাহীনভাবে এই মাদক ব্যবসা করে আসলেও তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস না পাওয়ায় তারা দিনে দিনে আরো সাহসি হয়ে উঠেছে।
সুত্র জানায়, চক্রটি উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের গোদার পাড়ের ডাইলং পাড়া, ডাক্তার ছোলা, চিকনছড়া, মনারটেক, চেয়ারম্যান ঘাটা, মহাজন পাড়া নামক বিভিন্ন এলাকা হতে প্রতিদিন দিনে এবং রাতে সিএনজি, কারে, মোটরসাইকেল যোগে মাইক্রো বাসে করে স্থানীয় তৈরি বাংলা মদ পাচার করে যাচ্ছে।
সুত্রমতে, দির্ঘদিন যাবত এসব মদ পাচার কাজে গোদারপাড় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যাসিমং মারমার নেতৃত্বে দীর্ঘদিন ধরে, পাইচালাহ মারমা, মাসো মারমা, আতুচি মারমা, ডাইলং পাড়ার মংচানু মারমা ( মদ উৎপাদনকারী), একই এলাকার বাসিন্দা উশিপ্রু মারমা ( মদ উৎপাদনকারী), পাইশিউ মারমা ( মদ উৎপাদনকারী), রাইচা মারমা ( মদ উৎপাদনকারী), পাইচালা মারমা ( মদ পাচারকারী), ডাইলংপাড়ার বাসিন্দা মোমো মারমা ( খুচরা বিক্রেতা), একই ওয়ার্ডের বাসিন্দা মাওচিং মারমা টুকু ( পাচারকারী) দীর্ঘদিন ধরে এই চক্রটি রাতে এবং গভীর রাতে দিনের বেলায় রাবার বাগানের ভিতর দিয়ে সময় সুযোগ বুঝে সিএনজি অটোরিকশা, কারে, মোটর সাইকেল, মাইক্রো কারে করে স্যালাইন পেকেটের মাধ্যমে (প্রতি লিটার মদ স্থানীয় মুল্য ৪ শত টাকা করে) দেশীয় তৈরি বাংলা মদ চট্ট গ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে উচ্চমুল্যে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। এর সাথে জড়িত রয়েছেন স্থানীয় বিএনপি নামধারী বেশ কিছু দালাল চক্রের সদস্য। যারা মদ পাচার করতে তাদের কাছ থেকে মোটা অংকের বখরা নিয়ে থাকেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যাক্তিরা জানান।
স্থানীয় সুত্রে জানা যায় এসব মদ পাচারকারীরা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে গোদার পাড় ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যাসিমংয়ের নেতৃত্বে (ডাইলং পাড়ার বাসিন্দা) খুবই দাপটের সহিত সিন্ডিকেটের মাধ্যমে পাচারের কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেই সাথে বর্তমানেও এই কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে সংশ্লিষ্ট সুত্র জানায়। গত ৯ ফেব্রুয়ারী /২০২৫ ইং তারিখে রাংগামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযান বেতবুনিয়া গোদারপাড় ডাইলং পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক মদ উদ্ধার করে ২ জনকে আটক করে কাউখালী থানায় মামলা দায়ের করেন বলে জানা যায়।
এ ব্যাপারে রাবার বাগান ফরেনার চেক পোস্টের পুলিশের আইসি এস আই ভবতোষ দাস বলেন আমরা এ ব্যাপারে কিছুই জানিনা। আমরা মদ সহ যে কোন মাদক দ্রব্য পাচাররোধে অভিযান অব্যাহত রেখেছি বলে তিনি জানান। আমরা এ ব্যাপারে কাউকে ছাড় দিবনা বলেও তিনি জানান।
অপরদিকে স্থানীয় জনসাধারণ ও পুলিশ সুত্রে জানা যায় এই সব এলাকা হতে এসব অবৈধভাবে দৈনন্দিন মদ পাচারের ফলে এলাকার উঠতি বয়সের যুব সমাজের ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশা পাশি এলাকর দুর্নাম হয়। এ ছাড়া বহিরাগত লোকজন এলাকায় এসে মদ পান মাতলামী করেন এবং সামাজিকভাবে এলাকাটি হেয় প্রতিপন্ন হছে। তাই যত দ্রুত সম্ভব এসব মদ পাচার রোধে প্রশাসনের দ্রুত অভিযান পরিচালনা করে এসব কাজে জড়িত ব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা জন্য এলাকার সচেতন মহল জোড় দাবি জানান।