॥ কাউখালী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার কাউখালী উপজেলাস্থ বেতবুনিয়ায় আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ৫শ’ অ-স্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার বেতবুনিয়া জামিয়াতুশ শাইখ জমির উদ্দিন আল ইসলামিয়া সেন্টারে এসব খাদ্য বক্স বিতরন করা হয়।
সউদি আরব কিং সালমান হিউমিনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে বাংলাদেশে বসবাসরত ৮০ হাজার অ-স্বচ্ছল পরিবার এবং এফডিএমএন রোহিঙাদের মাঝে খাদ্য সহায়তা প্রকল্প-২০২১ আওতায় এ খাদ্য বিতরণ করা হয় বলে জানিয়েছে এনজিও কর্মকর্তারা।
বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হেলাল বিন জমির উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সউদি আরব কিং সালমান হিউমিনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি দলের প্রধান ডঃ ত্বহা বিন সাইদ আল খতিব। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সিও মোহাম্মদ ফরিদ উদ্দিন, বেতবুনিয়া (গোধারপাড়) জামিয়াতুশ শাইখ জমির উদ্দিন আল ইসলামিয়া সেন্টারের পরিচালক মুফতি মাওলানা মফিজুর রহমান সহ প্রনিধি দলের সদস্য বৃন্দ প্রতিষ্টানের সকল স্টাফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি গন। সেই সাথে বেতবুনিয়ার ৫শত অ-স্বচ্ছল পরিবার ও তাদের সদস্য বৃন্দ। খাদ্য বক্স বিতরণ অনুষ্টানে আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান বলেন, আমরা সউদি আরব সরকারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সউদি আরব সরকার বাংলাদেশের ৮০ হাজার অ-স্বচ্ছল পরিবার এবং এফডিএমএন রোহিঙাদের খাদ্য বক্স দিচ্ছেন। আমরা সব সময় সউদি আরব সরকারের সফলতা এবং সাফল্য কামনা করছি।পরে প্রধান অতিথি প্রতিটি অ-স্বচ্ছল পরিবারের হাতে খাদ্য বক্স তুলে দেন।