॥ কাউখালী প্রতিনিধি ॥
অবসরজনিতকারনে কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের চার সিনিয়র শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, বেতবুনিয়া মডেল ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, বিদায়ী শিক্ষক মৌলনা আবুল কাশেম, শিক্ষক খায়ের আহমেদ, শিক্ষক মিনাক্ষি মজুমদার, শিক্ষক ক্যাথোয়াই প্রু মারমা ( প্রতিষ্টিত শিক্ষক)।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলী হায়দার, অভিমং চৌধুরী, বিপন চাকমা, মাইনুদ্দিন খোকা, অভিভাবক প্রতি নিধি ক্যাসিংমং মারমা, বিশিষ্ট ঠিকাদার মোঃ মুনির উদ্দিন, রাংগামাটি আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক কিরন চন্দ্র দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক সাংগুর ব্যাবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, কাউখালী প্রেসক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, মোঃ হেলাল উদ্দিন সাবেক মেম্বার, মোঃ হাবিবুর রহমান, এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শত শত ছাত্র ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ। আলোচনা সভাত্তোর প্রধান অতিথি ও অন্যান্য অতিথি এবং বিদায়ী চার শিক্ষকদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে আলোচনা সভা শেষে বিদায়ী চার শিক্ষকদের বিদ্যালয় ও ছাত্র ছাত্রী অভিভাবকদের পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রধান অতিথি ও অন্যান্য অতিথী কতৃক তাদের হাতে তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানান।