॥ মোঃ ওমর ফারুক ॥
কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) এর বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে পিএসটিএস মাঠে অনুষ্ঠিত সমাবেশে শেষে পুরস্কার বিতরণ করা হয়।
বার্ষিক পুলিশ সমাবেশ ও কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভি বাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা ডিআইজি (হিউম্যান রিসোর্স) কাজী জিয়া উদ্দিন। সভাপতিত্ব করেন বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ড. মোঃ আব্দুস সোবাহান পিপিএম। এ সময় অনুষ্ঠানে অন্য্যানের মধ্যে উপস্থিত ছিলেন ১এপিবিএন উত্তরা ঢাকা কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী, বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিপিএম (বার) পিপিএম, রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, পিএসটিএস সহকারী পুলিশ সুপার ( ট্রেনিং) অপ্পেলা রাজু নাহা।
এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার বিভিন্ন বিভাগের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা গন,স্থানীয় গনমাধ্যম কর্মি বৃন্দ। অনুষ্ঠনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পিএসটিএস পুলিশ পরিদর্শক সহ পিএসটিএস সকল স্টাফ বৃন্দ, টিআরসি, পিএসটিএস কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তৃতা পর্ব শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।