বেশ কিছু পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

171

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির বেশ কিছু পাহাড়ি বাঙালি শিক্ষার্থী বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছে। শুক্রবার এই শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের মাধ্যমে ছাত্রদলে যোগদান করেন।

এ সময় নতুন সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের বরণ করেন সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির। ছাত্রদলে নতুন সদস্য যোগদান ঘিরে শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম।

অনুষ্ঠানে সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, যুগ্ম-সম্পাদক মাশুকুর রহমান, সহ-সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ টিপু বক্তব্য রাখেন।

এছাড়াও জেলা ছাত্রদলের সহ-সভাপতি খুরশিদ আলম রাজু, এমদাদুল হক মানিক, লোকমান হাকিম পুতুল, বায়োজিদ আরেফিন রনি ও সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিনয় চাকমা। নগর যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবুল কালাম সগির, সহ-সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন উপস্থিত ছিলেন।

কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জনির সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ওমর মোর্শেদ।