বৈশাখী পূর্ণিমা ঘিরে রাঙামাটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা

129

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে প্রথমবারের মতো বৈশাখী পূর্ণিমা ঘিরে বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মে) বিকেলে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে ‘বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটির আয়োজনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক ইন্দ্র দত্ত তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা। এতে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ টাস্ট্রের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক অনির্বাণ বড়ুয়া প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন,”বৈশাখী পূর্ণিমা কিংবা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধধর্মাবলম্বীদের অত্যান্ত গুরুত্বপূর্ণ দিন। ভগবান বুদ্ধের ত্রিস্মৃতি বিজরিত হওয়ায় দিনটি সারাদেশে উদযাপন করা হয়ে থাকে। এদিনটিতে ভগবান বুদ্ধের জন্ম,বোধিলাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। সকল বৌদ্ধ সমাজে উচিত বুদ্ধের এ দিনটি উদযাপন করা। যাহাতে করে বৌদ্ধধর্ম আরও প্রসার ও প্রচার হয়।”