॥ কাপ্তাই প্রতিনিধি ॥
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি,বলেছেন,দু-একজন সাংবাদিকের অনৈতিক কাজের জন্য পুরো সাংবাদিক সমাজকে দায়ী করা যাবে না। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। কিছু ব্যক্তির কারণে সাংবাদিকতা পেশার বদনাম যেন না হয়,সেদিকে খেয়াল রাখুন। কারন একজন সাংবাদিক যা করতে পারে তা অন্য কেউ তা পারেনা। দেশ গড়ার ক্ষেত্রে সমাজের দৃষ্টি সঠিক জায়গায় পৌঁছাতে সাংবাদিকরা ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন। চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্য গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শুক্রবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রাঙামটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান,পুলিশ সুপার মীর মোদদ্দাচ্ছের হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.মামুন,কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব,কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাইনুল হোসেন চৌধুরী,কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার,কাপ্তাই থানার ওসি মো.নাসির উদ্দীন,রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি জিগারুল ইসলাম,চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াংসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ কারীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড.হাছান মাহমুদ এম.পি।